ল্যৎফুন্নাহার সুনাঈম “এস,এস,সি পরীক্ষা ২৪” এ অংশ গ্রহন করে বিজ্ঞান বিভাগ হতে জি,পি,এ ফাইভ অর্জন করেছে।
সে পৌরসভাস্থ হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ছাত্রী। তার এ অর্জন আর সাফল্যের জন্য বিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষক, অভিবাবক, আত্মীয়, প্রতিবেশী, শুভাণুধ্যায়ীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা ও মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং ভবিষ্যতে সে একজন চিকিৎসক হয়ে গরিবদুঃখী মানুষের সেবা করতে চায় বলেও জানান।
উল্লেখ্য, ল্যৎফুন্নাহার সুনাঈম হাটহাজারী পৌরসদর বাজারের এম আলী মার্কেটস্থ “ন্যাশনাল ইলেক্ট্রনিক্স” নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ব্যবসায়ী মো.কুতুব উদ্দীনের বড় মেয়ে এবং সম্প্রতি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ (কলেজ) শিক্ষক নির্বাচিত হওয়া টেকনাফ সরকারি কলেজের বিভাগীয় প্রধান (ইংরেজি) জাবীদ মাঈন উদ্দীন এবং হাটহাজারী প্রেস ক্লাব এর দপ্তর সম্পাদক সাংবাদিক মো. আলাউদ্দীনের ভাতিজি।