হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো.সাইফুল আলম (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) হাটহাজারী পৌরসভার মুন্সি মসজিদ নামক স্থানের আলমগীর কনভেনশন হল সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত মো. হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ খন্দকিয়া গ্রামের নুরুল আলমের পুত্র। সে একটি বেসরকারি ব্যাংকের নাজিরহাট শাখায় কর্মরত ছিলো।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো অফিস শেষে নিজ বাসায ফেরার পথে পৌরসভার উল্লেখিত স্থানে তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশাটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গুরুতর আহত হন সাইফুল। ঘটনার পর পর আশেপাশের লোকজন ছুটে এসে মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার সকাল ১০ টার দিকে খন্দকিয়া বাজারস্থ নুর মার্কেট চত্তরে মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রশ্মি চাকমা এ প্রতিবেদক কে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।