বিএনপি-জামায়াতের ডাকা অবরোধকে সমর্থন করে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে থেকে চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজ্বী সেলিম উদ্দীনের নেতৃত্বে অবরোধের প্রথম দিনে সকাল ৯ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড ট্রেন স্টেশন সামনে থেকে বাড়বকুণ্ড বাজার প্রদক্ষিন করে।
এরপর বাড়বকুণ্ড বাজারে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা।
চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও সীতাকুণ্ড উপজেলা ছাত্রদল আহবায়ক কাজ্বী সেলিম উদ্দীন বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবিতে সর্বাত্মক অবরোধের ১ম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের বাড়বকুণ্ড বাজারে নেতাকর্মীদের নিয়ে সকালে মিছিল ও মহাসড়কে অবস্থান করেছি।
ছাত্রদলের অবস্থান ও বিক্ষােভ মিছিলের খবর পেয়ে ধাওয়া দিয়েছে বলে জানান ছাত্রদলের আহবায়ক কাজ্বী সেলিম উদ্দীন।
বিক্ষোভ মিছিলে অংশ নেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সম্পাদক জোবাইয়ের হোসেনসহ বিভিন্ন ইউনিয়ের ছাত্রদলের সভাপতি সাধারন সম্পাদক সহ অন্যান্য নেতাকর্মীরা।