চট্টগ্রাম 7:01 am, Saturday, 12 July 2025

চট্টগ্রামে ক্যাপাসিটি বিল্ডিং ফর রিসোর্সপুল প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৪ জুলাই -২০২৪ জিএফএফও, সেভ দ্য চিলড্রেন, রাইমস এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন ইপসা ‘র সমন্বিত উদ্যোগে Child centred anticipatory action for better preparedness of communities and local  in Northern area in Bangladesh” প্রকল্পের আওতায় নগরীর পিটস্টপ রেস্টুরেন্টে দুইদিন ব্যাপী ” Capacity Building for District Level Resource poll ”  বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন  চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম।

শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন নাছিম বানু, পরিচালক ( সমাজ উন্নয়ন) ইপসা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ৪১ নং পতেঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব সালেহ আহম্মদ চৌধুরী, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলাল, আবহাওয়া ও ভূপ্রাকৃতিক কেন্দ্রের চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালক মো. নুরুল করিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম ‘র উপ পরিচালক দীনমনি শর্মা, আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক, সেভ দ্য চিলড্রেন টেকনিক্যাল স্পেশালিস্ট মেহেরুন নেসা ফাতেমা।

আরও উপস্থিত ছিলেন, রাইমস সিনিয়র কর্মকর্তা মিসেস সাবরিনা সুলতানা, চুয়েট এর সহযোগী অধ্যাপক মো. শাহজালাল মিশুক,  বাঁশখালী উপজেলা প্রকল্প উন্নয়ন কর্মকর্তা লিপটন ওম, চসিক সমাজ উন্নয়ন, বন ও বস্তি উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মঈনুল হোসেন জয়,  বাংলাদেশ এলায়েন্স অফ ইয়ূথ (বে) ‘ ইপসার প্রজেক্ট ম্যানেজার সানজিদা আক্তার প্রমূখ।

সদস্য সচিব ইঞ্জিনিয়ার সনাতন চক্রবররী প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন বিভিন্ন সরকারী, বেসরকারী পর্যায়ের কর্মকর্তা, দুর্যোগ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। প্রশিক্ষণের প্রথমদিন ১৪ জুলাই-২০২৪ How forecast are made, Interpretation of cyclone warning system, Common confusions and Explanation / Forecast uncertainty an haw to address uncertainty, explanation of cyclone track and cone of uncertainty / Demonstration of special Bulletin and group work on forecast baised  Anticipatory actions/ Cyclone warning and sector wise Anticipatory action উল্লেখিত চারটি বিষয়ের উপর সেশন পরিচালনা করা হয়।

প্রশিক্ষণের দ্বিতীয় দিন ১৫ জুলাই-২০২৪  Impact of cyclone Landslide in Chattogram / Responsibilities of DMC and UDMC according to SOD / Anticipatory action planning and Resource mobilization উপর সেশন অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণ পরিচালনায় ছিলেন  আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক, চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ছাইফুল্লাহ মজুমদার, সেভ দ্য চিলড্রেন টেকনিক্যাল স্পেশালিষ্ট মেহেরুন নেছা ফাতেমা, রাইমস এর টেকনিক্যাল অফিসার সৈয়দা সাবরিনা সুলতানা।

প্রধান অতিথি ও উদ্বোধক চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, দুর্যোগ মোকাবিলায় সার্বিক সহায়তা ও  পরামর্শ প্রদানের লক্ষ্যে রিসোর্সপুল গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সয়োপযোগী উদ্যোগ। একইসাথে বিষয়ের আঙ্গিকে দক্ষতা উন্নয়নে দুইদিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ নিঃসন্দেহে প্রায়োগিক ক্ষেত্রে খুবই কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। দুর্যোগ ব্যবস্থাপনায় Anticipatory action ‘র ধারণাটি যেমন অভিনব তদ্রুপ এই বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্তি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাই ট্র্যাজেডির নিহতদের শোক ও শ্রদ্ধায় স্মরণ

চট্টগ্রামে ক্যাপাসিটি বিল্ডিং ফর রিসোর্সপুল প্রশিক্ষণ অনুষ্ঠিত

Update Time : 10:57:27 pm, Sunday, 14 July 2024

১৪ জুলাই -২০২৪ জিএফএফও, সেভ দ্য চিলড্রেন, রাইমস এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন ইপসা ‘র সমন্বিত উদ্যোগে Child centred anticipatory action for better preparedness of communities and local  in Northern area in Bangladesh” প্রকল্পের আওতায় নগরীর পিটস্টপ রেস্টুরেন্টে দুইদিন ব্যাপী ” Capacity Building for District Level Resource poll ”  বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন  চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম।

শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন নাছিম বানু, পরিচালক ( সমাজ উন্নয়ন) ইপসা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ৪১ নং পতেঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব সালেহ আহম্মদ চৌধুরী, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলাল, আবহাওয়া ও ভূপ্রাকৃতিক কেন্দ্রের চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালক মো. নুরুল করিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম ‘র উপ পরিচালক দীনমনি শর্মা, আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক, সেভ দ্য চিলড্রেন টেকনিক্যাল স্পেশালিস্ট মেহেরুন নেসা ফাতেমা।

আরও উপস্থিত ছিলেন, রাইমস সিনিয়র কর্মকর্তা মিসেস সাবরিনা সুলতানা, চুয়েট এর সহযোগী অধ্যাপক মো. শাহজালাল মিশুক,  বাঁশখালী উপজেলা প্রকল্প উন্নয়ন কর্মকর্তা লিপটন ওম, চসিক সমাজ উন্নয়ন, বন ও বস্তি উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মঈনুল হোসেন জয়,  বাংলাদেশ এলায়েন্স অফ ইয়ূথ (বে) ‘ ইপসার প্রজেক্ট ম্যানেজার সানজিদা আক্তার প্রমূখ।

সদস্য সচিব ইঞ্জিনিয়ার সনাতন চক্রবররী প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন বিভিন্ন সরকারী, বেসরকারী পর্যায়ের কর্মকর্তা, দুর্যোগ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। প্রশিক্ষণের প্রথমদিন ১৪ জুলাই-২০২৪ How forecast are made, Interpretation of cyclone warning system, Common confusions and Explanation / Forecast uncertainty an haw to address uncertainty, explanation of cyclone track and cone of uncertainty / Demonstration of special Bulletin and group work on forecast baised  Anticipatory actions/ Cyclone warning and sector wise Anticipatory action উল্লেখিত চারটি বিষয়ের উপর সেশন পরিচালনা করা হয়।

প্রশিক্ষণের দ্বিতীয় দিন ১৫ জুলাই-২০২৪  Impact of cyclone Landslide in Chattogram / Responsibilities of DMC and UDMC according to SOD / Anticipatory action planning and Resource mobilization উপর সেশন অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণ পরিচালনায় ছিলেন  আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক, চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ছাইফুল্লাহ মজুমদার, সেভ দ্য চিলড্রেন টেকনিক্যাল স্পেশালিষ্ট মেহেরুন নেছা ফাতেমা, রাইমস এর টেকনিক্যাল অফিসার সৈয়দা সাবরিনা সুলতানা।

প্রধান অতিথি ও উদ্বোধক চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, দুর্যোগ মোকাবিলায় সার্বিক সহায়তা ও  পরামর্শ প্রদানের লক্ষ্যে রিসোর্সপুল গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সয়োপযোগী উদ্যোগ। একইসাথে বিষয়ের আঙ্গিকে দক্ষতা উন্নয়নে দুইদিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ নিঃসন্দেহে প্রায়োগিক ক্ষেত্রে খুবই কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। দুর্যোগ ব্যবস্থাপনায় Anticipatory action ‘র ধারণাটি যেমন অভিনব তদ্রুপ এই বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্তি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।