মিরসরাই থানার ডিএসবি অফিসার মোহাম্মদ আতিকুর রহমান চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ডিএসবি অফিসার নির্বাচিত হয়েছেন।
রোববার (২৩ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসে আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা জুন’২৩ আয়োজিত এক অনুষ্ঠানে তাকে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ডিএসবি অফিসার ঘোষণা করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ। এসময় আতিকুর রহমানকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট দেন পুলিশ সুপার।
আতিকুর রহমান ২০০৭ সালে পুলিশে যোগদান করেন। তিনি বিভিন্ন থানায় সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। ২০২১ সালের নভেম্বর মাসে ডিএসবিতে যোগ দেন।
জেলার সেরা হওয়ার বিষয়ে মোহাম্মদ আতিকুর রহমান সরকার বলেন, পুলিশ সুপার মহোদয়ের নিকট থেকে পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমাকে আগামী’র পথে অনেক অনুপ্রেরণা দেবে এ সম্মাননা। মহান আল্লাহর কাছে বিশেষ শুকরিয়া জ্ঞাপন করছি।