চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে’র সন্দ্বীপে ইনফরমেশন এন্ড সাপোর্ট সেন্টার উদ্বোধন করা হয়েছে। ২৭ আগষ্ট রবিবার বেলা ১ টায় এনাম নাহার মোড়, মোহাম্মদ মিয়া কমপ্লেক্স (২য় তলা) এ সাপোর্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লি.ও চট্টগ্রাম মেট্রোপলিটন ডায়াগনস্টিক সেন্টারের ব্যাবস্হাপনা পরিচালক ডাক্তার একে ফজলুল হক।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা।
বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও যমুনা টেলিভিশনের সন্দ্বীপ সংবাদদাতা চারু মিল্লাতের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ফজলুল করিম, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন, হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানোজার মোঃ মোশারফ হোসেন চৌধুরী, ও মোঃ মোরশেদ চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের কো- অডিনোটর আমান উল্লাহ, ও সন্দ্বীপ সাপোর্ট সেন্টারের ম্যানোজার আবদুল কাইয়ুম প্রমুখ।
উপস্থিত ছিলেন মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খানের নাদিম, প্রধান শিক্ষক আবদুল হান্নান, মাইন উদ্দীন, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমন, সদস্য সচিব পুষ্পেন্দু মজুমদার, সন্দ্বীপ প্রেস ক্লাবের সহ সভাপতি মোজাম্মেল হোসেন, হারামিয়া ইউপি সদস্য আবুল কাশেম, ও মোঃ রফিক, সন্দ্বীপ অঞ্চলের পল্লী ডাক্তার বৃন্দ।
সাপোর্ট সেন্টারে যে সেবা প্রদান করা হবে ফ্রি এমুলেন্স,হাসপাতাল সেবা, ল্যাব সেবা, হার্ট সেবা, টেলিমেডিসিন, ডক্টোরস কনসাল্টেশন, হেলথ চেক আপ, ইনফাটিলিটি সেন্টার, হোম কালেকশন, ডায়ালাইসিস, সাপোর্ট সেন্টার প্রতিদিন ২৪ ঘন্টা খোলা থাকবে।