চট্টগ্রাম সমিতি রিয়াদ, সৌদি আরব এর পক্ষ থেকে রাঙ্গুনিয়া পৌরসভার তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ জেলা পরিষদের ডাকবাংলো প্রাঙ্গণে এসব উপহার সামগ্রী আনুষ্ঠানিক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ।
পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউসিসিএ লিমিটেডের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, রোয়াজারহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, ওসমান গণি সোহেল, চট্টগ্রাম সমিতি রিয়াদ, সৌদি আরব এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাফফর হোসেন, সাংগঠনিক সম্পাদক হোসেন সোহেল, প্রচার সম্পাদক মো. জসিম উদ্দিন তালুকদার, দিদারুল আলম, দুলা মিয়া সওদাগর, ওসমান গণি চৌধুরী, ইউসুফ রাজু, স্বপন বড়ুয়া খালু, মফিজুর রহমান খান, মো. মামুন, গিয়াস উদ্দিন প্রমুখ। সঞ্চালনা করেন রাজন বড়ুয়া।
চট্টগ্রাম মেডিক্যালে বিশুদ্ধ পানির যন্ত্র স্থাপনসহ আর্ত মানবতার সেবায় সংগঠনটির নানা অবদানের কথা তুলে ধরেন সংগঠনটির নেতৃবৃন্দ। ভবিষ্যতেও আরও নানা মানবিক উদ্যোগের কথা তুলে ধরেন তারা। তাদের এমন মানবিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন অতিথিবৃন্দ।