চট্টগ্রাম 5:30 pm, Friday, 13 September 2024
মিরসরাইয়ে দিলীপ বড়ুয়া

চট্টগ্রাম -১ আসনে আমি সিনিয়র হিসেবে মনোনয়নের দাবিদার

আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার‘ চট্টগ্রামের বর্ষিয়ান নেতা আমাদের মোশাররফ ভাই। যিনি মিরসরাই আসন থেকে সাত বার এমপি নির্বাচিত হয়েছেন। এবার তিনি নিজেই নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন। অতএব তিনি নির্বাচন না করলে সে ক্ষেত্রে আমি নিজেকে ১৪ দলীয় জোটের মনোনয়নের যোগ্য দাবিদার বলে মনে করছি।’

শুক্রবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে চলমান রাজনীতি ও আসন্ন সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ সাম্যবাদী দলের কার্যালয়ে মিরসরাই উপজেলা কমিটির ব্যানারে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক শিল্প মন্ত্রী দিলীপ বড়ুয়া।

তিনি আরো বলেন, ‘নির্বাচনের পূর্বে মাঠের আন্দোলনে বিরোধী পক্ষ থাকবে এটা স্বাভাবিক, কিন্তু দিন শেষে সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করা উচিৎ। আর যদি বিএনপি নির্বাচনে না আসে এটি হবে তাদের জন্য আত্মঘাতি সিদ্ধান্ত।’

দিলীপ বড়ুয়া বলেন, ‘সরকারকে উৎখাত করার মতো যে শক্তি বা সামর্থ এটি তাদের নেই। সারাদেশ যদি অচল হতো সব বন্ধ হতো তাহলে সরকার ভিন্ন কথা ছিলো। এই যে বিএনপি এত লোকের সমাগম করলো কিন্তু দিন শেষে ফসল তাদের ঘরে তুলতে পারেনি। তাহলে এসব করে লাভ কি।’

সম্প্রতি মালদ্বীপের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কথা তুলে ধরে দিলীপ বড়ুয়া বলেন, ‘এইতো সেদিন মালদ্বীপে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সংবিধান অনুযায়ী বাংলাদেশেও অনুরূপভাবে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

মিরসরাই আসনে জোটের হয়ে সম্ভাব্য অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে ১৪ দলীয় জোটের শরিক দলের শীর্ষ এ নেতা আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসন থেকে মনোনয়ন চাওয়ার বিষয়টি পূর্নব্যক্ত করে বলেন, ‘রাজনীতিই আমার পেশা। এর বাইরে আমি কিছু করিনি। জীবনে এ পর্যায়ে এসে আমার নিজের এলাকা থেকে নির্বাচন করবো এটা আমার রাজনীতির প্রাপ্তি মনে করছি। আমি আশা করবো আমাদের জোট থেকে অপরাপর যেসকল বন্ধুরা মনোনয়ন চাইছেন তারা সিনিয়র হিসেবে আমাকে সমর্থন করবে।’

সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য এডভোকেট দীর্ঘতম বড়ুয়া ও মিরসরাই উপজেলা সাম্যবাদী দলের সভাপতি রণজিত বড়ুয়া প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

‘চেয়ার দখল করে বসে থাকার জন্য ক্ষমতায় আসেনি’ হাটহাজারী মাদ্রাসায় উপদেষ্টা আ ফ ম খালিদ

মিরসরাইয়ে দিলীপ বড়ুয়া

চট্টগ্রাম -১ আসনে আমি সিনিয়র হিসেবে মনোনয়নের দাবিদার

Update Time : 10:41:32 pm, Friday, 3 November 2023

আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার‘ চট্টগ্রামের বর্ষিয়ান নেতা আমাদের মোশাররফ ভাই। যিনি মিরসরাই আসন থেকে সাত বার এমপি নির্বাচিত হয়েছেন। এবার তিনি নিজেই নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন। অতএব তিনি নির্বাচন না করলে সে ক্ষেত্রে আমি নিজেকে ১৪ দলীয় জোটের মনোনয়নের যোগ্য দাবিদার বলে মনে করছি।’

শুক্রবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে চলমান রাজনীতি ও আসন্ন সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ সাম্যবাদী দলের কার্যালয়ে মিরসরাই উপজেলা কমিটির ব্যানারে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক শিল্প মন্ত্রী দিলীপ বড়ুয়া।

তিনি আরো বলেন, ‘নির্বাচনের পূর্বে মাঠের আন্দোলনে বিরোধী পক্ষ থাকবে এটা স্বাভাবিক, কিন্তু দিন শেষে সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করা উচিৎ। আর যদি বিএনপি নির্বাচনে না আসে এটি হবে তাদের জন্য আত্মঘাতি সিদ্ধান্ত।’

দিলীপ বড়ুয়া বলেন, ‘সরকারকে উৎখাত করার মতো যে শক্তি বা সামর্থ এটি তাদের নেই। সারাদেশ যদি অচল হতো সব বন্ধ হতো তাহলে সরকার ভিন্ন কথা ছিলো। এই যে বিএনপি এত লোকের সমাগম করলো কিন্তু দিন শেষে ফসল তাদের ঘরে তুলতে পারেনি। তাহলে এসব করে লাভ কি।’

সম্প্রতি মালদ্বীপের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কথা তুলে ধরে দিলীপ বড়ুয়া বলেন, ‘এইতো সেদিন মালদ্বীপে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সংবিধান অনুযায়ী বাংলাদেশেও অনুরূপভাবে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

মিরসরাই আসনে জোটের হয়ে সম্ভাব্য অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে ১৪ দলীয় জোটের শরিক দলের শীর্ষ এ নেতা আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসন থেকে মনোনয়ন চাওয়ার বিষয়টি পূর্নব্যক্ত করে বলেন, ‘রাজনীতিই আমার পেশা। এর বাইরে আমি কিছু করিনি। জীবনে এ পর্যায়ে এসে আমার নিজের এলাকা থেকে নির্বাচন করবো এটা আমার রাজনীতির প্রাপ্তি মনে করছি। আমি আশা করবো আমাদের জোট থেকে অপরাপর যেসকল বন্ধুরা মনোনয়ন চাইছেন তারা সিনিয়র হিসেবে আমাকে সমর্থন করবে।’

সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য এডভোকেট দীর্ঘতম বড়ুয়া ও মিরসরাই উপজেলা সাম্যবাদী দলের সভাপতি রণজিত বড়ুয়া প্রমুখ।