চট্টগ্রাম-১ মীরসরাই আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের ঈগল মার্কার নির্বাচনী অফিস ভাঙচুর ও পোস্টার ছিঁড়ার অভিযোগ উঠেছে।
সোমবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে দশটা নাগাদ উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ জনদ্দানপুর এলাকায় নির্বাচনী অফিস ভাংচুর করা হয় বলে জানা গেছে।
ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুণ ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন , অফিস ভাঙচুরের ঘটনা ঘটেনি তবে কিছু পোস্টার ও টেবিল সরিয়ে ফেলেছে কে বা কারা। আমরা উভয়পক্ষকে শান্ত থাকার জন্য অনুরোধ করেছি। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।