দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-০৪ (সীতাকুণ্ড) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব এসএম আল মামুন (নৌকা) ১ লাখ ৪২ হাজার ৭০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টির দিদারুল কবির (লাঙ্গল) পেয়েছেন ৪৮৮০ ভোট।
৭ জানুয়ারি (রোববার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে বেসরকারিভাবে আলহাজ্ব এসএম আল মামুনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়ন, সীতাকুণ্ড পৌরসভা এবং চট্টগ্রাম সিটি করপোরেশন ৯ ও ১০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এ আসন। এই আসনে ১২৪ টি ভোট কেন্দ্রে মোট ভোটার ৪,২৭,১৭২, মোট ভোট সংগ্রহ হয়েছে ১,৫৫,০৬১টি। এবার এই আসনে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। তাদের মধ্যে আওয়ামী লীগের এস এম আল মামুন (নৌকা) ১,৪২,৭০৮ ভোট, তৃণমূল বিএনপির খোকন চৌধুরী (সোনালী আঁশ) ৬৭১ ভোট, বিএনএফ এর মোহাম্মদ আকতার হোসেন (টেলিভিশন) ২৩৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইমরান (ঈগল) ৪৫০০ ভোট, জাতীয় পার্টির দিদারুল কবির (লাঙল) ৪৮৮০ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো মোজাম্মেল হোসেন (চেয়ার) ১৭২৩ ভোট ও বাংলাদেশ কংগ্রেসের মো. শহিদুল ইসলাম চৌধুরী (ডাব) ৩৪৫ ভোট পেয়েছেন।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার বিজয়ী প্রার্থী আলহাজ্ব এসএম আল মামুনের পিতা মরহুম আবুল কাসেম মাস্টার ওই আসনে দুইবার জাতীয় সংসদ সদস্য ছিলেন।