আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ আসন (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদসহ (নাঙ্গল) মোট দশজন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার এবিএম মশিউজ্জামান এর কাছে তারা এসব মনোনয়ন ফরম জমা দেন।
এ কার্যালয়ে বেলা ১২ টা ১০ মিনিটে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি) মনোনীত প্রার্থী শাহাজাদা আলহাজ্ব এডভোকেট সৈয়দ মোখতার আহমেদ সিদ্দিকী এবং বেলা আড়াইটার দিকে নমিনেশন জমা দিয়েছেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশের অধ্যাপক সৈয়দ হাফেজ আহম্মদ (চেয়ার) প্রতীক।
জানা গেছে, রিটানিং অফিসার চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের নিকট গত বুধবার ও মনোনয়ন জমা দেয়ার শেষ দিন বৃহস্পতিবার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম,(নৌকা প্রতীক), বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (হাত ঘড়ি), তৃণমূল বিএনপি থেকে চাকসুর সাবেক ভিপি নাজিম উদ্দিন
(সোনালী আঁশ), সুপ্রীম পার্টি থেকে কাজী মহসিন চৌধুরী (একতারা প্রতীক), মো.শাহাজান (স্বতন্ত্র), নাসির হায়দার করিম (স্বতন্ত্র) ও বাংলাদেশ ন্যাশলালিষ্ট ফ্রন্ট-বিএনএফ আবু মো. শামসুদ্দিন প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান এ প্রকিবেদক কে জানান, তিনার কাছে জাতীয় পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এসব দলের প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আর বাকিরা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়ন ফরম জমা করেছেন।