কাপ্তাই উপজেলা নির্বাচন উপলক্ষে চন্দ্রঘোনাস্থ বারঘোনা চান্দিমা সিনেমা হল প্রাঙ্গনে চেয়ারম্যান পদ প্রার্থী আনোয়ারুল ইসলাম চৌধুরী(বেবী) এর সর্মথনে তথা “আনারস” মার্কার অফিস উদ্বোধন করা হয়েছে গত সোমবার(৬ মে’) সন্ধ্যা ৭টায়। অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ। চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ ইলিয়াছ মিয়া উদ্বোধনী সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন।
এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও চন্দ্রঘোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী আনোয়ারুল ইসলাম চৌধুরী(বেবী,ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল ইসলাম কচি।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ আবদুল মান্নান, উপজেলা আওয়ামী লীগ ত্রান ও সমাজসেবা সম্পাদক মোঃ হানিফ বাবুল,উপজেলা আওয়ামী লীগ সদস্য মোঃ নজরুল ইসলাম, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ সেলিম মন্টু, আওয়ামী লীগ নেতা মোঃ শহীদ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলিব রেজা লিমন, ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।