চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাবেক অধ্যয়নরত সন্দ্বীপের ছাত্রদের সংগঠন চবি এক্স স্টুডেন্ট (প্রাক্তন চবিয়ান) সন্দ্বীপের উদ্যেগে ঈদ পূর্ণ মিলনী এবং ২৫ তম ব্যাচের ছাত্র চবির অধ্যাপক এ এইচ এম রাকিবুল মাওলা ডক্টর ডিগ্রি লাভ করায় অভিনন্দন ও বিশ্ববিদ্যালয়ের স্টাডিজ বিভাগের সাবেক ছাত্র (৪৮ তম ব্যাচ ১২-১৩ সেশন) মরহুম মাওলানা সাফায়েত হোসেনের ছেলেকে ২ লক্ষ টাকা অনুদান প্রাদান করা হয়েছে।
২৫ জুন মঙ্গলবার সন্ধ্যা ৬ টা উপজেলা শহরের খানদানি রেস্টুরেন্টে আয়েজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবির ১৪ তম ব্যাচ ১৯৭৬-৭৭ সেশনের ছাত্র বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম মোঃ বোরহান উদ্দিন। ৩৩ তম ব্যাচের ছাত্র কৃষি ব্যাংক ব্যাবস্হাপক আক্তারুজ্জামান সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ১৮ তম ব্যাচের ছাত্র মুস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল সিরাজুল মাওলা, চবির অধ্যাপক এ এইচ এম রাকিবুল মাওলা,২৯ তম ব্যাচের ছাত্র প্রভাষক ফারুক হক খান, ২৭ তম ব্যাচের ছাত্র নীলাঞ্জন বিদ্যুৎ, আবদুল হান্নান।
আরও বক্তব্য রাখেন ভাষক মান্নান আমান, মোঃ মহিউদ্দিন, মোঃ আলাউদ্দিন, মোঃ ইকবাল হোসেন, একে এম ফায়েজ উল্ল্যাহ, দেলোয়ার হোসেন মামুন, আবুল কাশেম, শ্যামল চন্দ্র দও, ফরহাদ হোসেন আরজু, সামসুল ইসলাম, তোহা আল নেওয়াজ প্রমুখ।