চাঁদাবাজি মামলায় দিলদার হোসেন নামে রাঙ্গুনিয়ার এক ইউপি সদস্যকে কারাগারে প্রেরণ করেছে আদালত। রোববার (২১ জানুয়ারি) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল আদালত-১ এর বিচারক নাজমুন নাহার এই আদেশ দেন।উপজেলার সরফভাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য তিনি। তার বিরুদ্ধে একই ওয়ার্ডের কেবি ডব্লিও ইটভাটার ম্যানেজার জবিউল হক রিয়াজ চাঁদাবাজি মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছে।
কারাগারে প্রেরণের সত্যতা নিশ্চিত করে মামলার বাদী পক্ষের আইনজীবী মো. মিজানুর রহমান জানান, মামলা দায়েরের পর ইউপি সদস্য দিলদার চীপ জুডিশিয়াল আদালত থেকে জামিন নিয়েছিলেন। এই জামিন অভিযোগপত্র দাখিলের পূর্ব পর্যন্ত বহাল ছিলো। কিন্তু ইতিমধ্যেই মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযোগের সত্যতা জানিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর রোববার মামলার নির্ধারিত তারিখে বিবাদী দিলদার স্থায়ী জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।
মামলার বাদী জবিউল হক রিয়াজ জানান, গেল বছরের ১ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউপি সদস্য দিলদার ও মোহরম হঠাৎ ব্রিকফিল্ড অফিসে প্রবেশ করে কোনো কথাবার্তা ছাড়াই ফিল্ডের কার্যক্রম বন্ধ রাখার জন্য বলেন। ভুক্তভোগী রিয়াজ কারণ জিজ্ঞেস করতেই ইউপি সদস্য উত্তেজিত হয়ে তাকে বেধড়ক মারধর শুরু করে। এতে তিনি অজ্ঞান হয়ে পড়লে তারা ব্রিকফিল্ডের ক্যাশবাক্স থেকে ৭ লাখ ৭৩ হাজার টাকা নিয়ে যায়। এরপর তাকে হুমকি ধমকি দিয়ে আরও চাঁদা দাবি করেছে বলে তিনি জানান। এই ঘটনায় তিনি বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চাঁদাবাজি মামলাটি দায়ের করেছেন বলে তিনি জানান। এই ঘটনার কিছুদিন আগে এই ইউপি সদস্যের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে স্থানীয় এক দোকানদারকেও মারধরের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রথম তিনি আলোচনায় এসেছিলেন।