চট্টগ্রাম 1:29 am, Monday, 9 September 2024

চিকনদন্ডী ইউনিয়ন উপনির্বাচন: ১৬২ ভোটের ব্যবধানে নুরুল আফসার চেয়ারম্যান নির্বাচিত

হাটহাজারী উপজেলার ১২নং চিকনদন্ডী ইউপি চেয়ারম্যান পদের উপনির্বাচনে মো.নুরুল আফসার সরকার (দুই পাতা) ৩৭৭০ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

রবিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলা নির্বাচন অফিস থেকে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করা হয়।

নির্বাচনে নুরুল আফসার সরকারের (দুই পাতা) নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.নেজাম উদ্দিন তণী (রজনী গন্ধা) পেয়েছেন ৩৬০৮ ভোট। এবং জহুরুল আলম (চশমা) পেয়েছেন ৩০৬১ ভোট।

আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই উপনির্বাচনে ৩৯ হাজার ৮শত ৯৫ জন ভোটারদের জন্য ১০টি ভোট কেন্দ্রে ১০জন প্রিজাইডিং কর্মকর্তা, ২০জন সহ:প্রিজাইডিং কর্মকর্তা ৯১টি বুথে ৯১ জন পোলিং কর্মকর্তা নির্বাচন পরিচালনা করেন। উপনির্বাচনে খন্দকিয়ার ইউনুচ নগর ৬ং ওয়ার্ডস্থ খন্দকিয়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটকেন্দ্র দখল নিতে নুরুল আফছার সরকার (দুই পাতা) ও মো. নেজাম উদ্দীন প্রকাশ তনির (রজনী গন্ধা) সমর্থকদের মধ্যে বেলা দুইটার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় ১৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপের মাধ্যমে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে ভোট গ্রহন স্বাভাবিক করেন।

উপনির্বাচনে যে দশজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা হলেন, মো.নেজাম উদ্দীন প্রকাশ তনি (রজনী গন্ধা), রাশেদ আলী মাহমুদ (অটোরিকশা), মোহাম্মদ সেকান্দর চৌধুরী (টেবিল ফ্যান), মো. হেলাল (ঢোল), জহুরুল আলম (চশমা), এস এম শওকত ওসমান (ঘোড়া), মো:নুরুল আফসার (দুই পাতা), কাজী মোহাম্মদ আলমগীর (আনারস), মো:এমরান (টেলিফোন), মো:মোরশেদ (মোটরসাইকেল)।

হাটহাজারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা জানান, নুরুল আফছার সরকার (দুই পাতা) মো. নেজাম উদ্দীন তনির (রজনী গন্ধা) চেয়ে ১৬২ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, হাটহাজারী উপজেলার ১২নং চিকনদন্ডী ইউনিয়নের চেয়ারম্যান হাসানুজ্জামান বাচ্চুর মৃত্যু জনিত কারনে পদটি শূন্য হওয়ায় নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সন্দ্বীপে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

চিকনদন্ডী ইউনিয়ন উপনির্বাচন: ১৬২ ভোটের ব্যবধানে নুরুল আফসার চেয়ারম্যান নির্বাচিত

Update Time : 12:12:32 am, Monday, 29 April 2024

হাটহাজারী উপজেলার ১২নং চিকনদন্ডী ইউপি চেয়ারম্যান পদের উপনির্বাচনে মো.নুরুল আফসার সরকার (দুই পাতা) ৩৭৭০ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

রবিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলা নির্বাচন অফিস থেকে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করা হয়।

নির্বাচনে নুরুল আফসার সরকারের (দুই পাতা) নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.নেজাম উদ্দিন তণী (রজনী গন্ধা) পেয়েছেন ৩৬০৮ ভোট। এবং জহুরুল আলম (চশমা) পেয়েছেন ৩০৬১ ভোট।

আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই উপনির্বাচনে ৩৯ হাজার ৮শত ৯৫ জন ভোটারদের জন্য ১০টি ভোট কেন্দ্রে ১০জন প্রিজাইডিং কর্মকর্তা, ২০জন সহ:প্রিজাইডিং কর্মকর্তা ৯১টি বুথে ৯১ জন পোলিং কর্মকর্তা নির্বাচন পরিচালনা করেন। উপনির্বাচনে খন্দকিয়ার ইউনুচ নগর ৬ং ওয়ার্ডস্থ খন্দকিয়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটকেন্দ্র দখল নিতে নুরুল আফছার সরকার (দুই পাতা) ও মো. নেজাম উদ্দীন প্রকাশ তনির (রজনী গন্ধা) সমর্থকদের মধ্যে বেলা দুইটার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় ১৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপের মাধ্যমে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে ভোট গ্রহন স্বাভাবিক করেন।

উপনির্বাচনে যে দশজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা হলেন, মো.নেজাম উদ্দীন প্রকাশ তনি (রজনী গন্ধা), রাশেদ আলী মাহমুদ (অটোরিকশা), মোহাম্মদ সেকান্দর চৌধুরী (টেবিল ফ্যান), মো. হেলাল (ঢোল), জহুরুল আলম (চশমা), এস এম শওকত ওসমান (ঘোড়া), মো:নুরুল আফসার (দুই পাতা), কাজী মোহাম্মদ আলমগীর (আনারস), মো:এমরান (টেলিফোন), মো:মোরশেদ (মোটরসাইকেল)।

হাটহাজারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা জানান, নুরুল আফছার সরকার (দুই পাতা) মো. নেজাম উদ্দীন তনির (রজনী গন্ধা) চেয়ে ১৬২ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, হাটহাজারী উপজেলার ১২নং চিকনদন্ডী ইউনিয়নের চেয়ারম্যান হাসানুজ্জামান বাচ্চুর মৃত্যু জনিত কারনে পদটি শূন্য হওয়ায় নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন।