চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি আনসার ভিডিপি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সোহেল চৌধুরী।
সোমবার (২৪ জুলাই) দুপুরে বিদ্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সংশ্লিষ্ট সকলের সম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। সোহেল চৌধুরী চুনতি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন মাঝির ১ম পুত্র।
জানতে চাইলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সোহেল চৌধুরী বলেন, আমাকে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করায় চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও জেলা পরিষদ সদস্য এরফানুল করিম চৌধুরী এবং ফজলে এলাহী আরজুসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরো বলেন, শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।এজন্য বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, ও সকল অভিভাবক গণসহ সংশ্লিষ্ট সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।