সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের স্মরণে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের আয়োজন করে রাঙামাটির কাপ্তাই উপজেলার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা। রোববার (১১ আগষ্ট) সন্ধায় তারা ক্যাম্পাস এলাকার শহীদ মিনার প্রাঙ্গনে এই কর্মসূচী পালন করে।
এসময় তারা কোটা আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনা করে এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া কামনা করে। পাশাপাশি কোটা আন্দোলনে এই হত্যাকান্ড ও হামলার দ্রুত বিচারের দাবী জানিয়েছে। উক্ত আয়োজনে কাপ্তাই সুইডেন পলিটেকনিকের বিভিন্ন ডিপার্টমেন্ট এর শিক্ষার্থীরা অংশ নিয়েছে।