চট্টগ্রামের সীতাকুণ্ডে হোসনেআরা বেগম এর মিথ্যা- হয়রানিমূলক মামলা ও ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত বক্তব্যদিয়ে সংবাদ সম্মেলন করেছে এমন অভিযোগ এনে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শাহআলম ও তার পরিবার।
মঙ্গলবার (১৬জানুয়ারী) দুপুর ১২ টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহআলম বলেন, হোসনেয়ারা বেগম আমার ছোট ভাই মরহুম নুরুল আলম কমিশনারের স্ত্রী হন। আমার ভাই নুরুল আলম কমিশনারের সাথে আমার অত্যান্ত সু-সম্পর্ক ছিল। তাই আমার ভাই জীবিত থাকা কালীন আমাদের মধ্যে কোন প্রকার ভূল বুঝাবুঝি কিংবা মনোমালিন্য হয়নি।
আমার ভাই নুরুল আলম কমিশনার বিগত ২৬/০৬/২০১০ইং তারিখে কিছু চিহ্নিত সন্ত্রাসী দ্বারা নির্মম ভাবে হত্যাকান্ডের শিকার হন। তৎপ্রেক্ষিতে আমার ভাইয়ের স্ত্রী বর্ণিত হোসনেয়ারা বেগম সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন যাহা সীতাকুণ্ড থানায় মামলা নং ৩৫(৬)১০ জি আর নং ২৪৮/২০১০ইং বর্ণিত মামলায় তদন্তকারী কর্মকর্তা চার্জশিট প্রদানের পর বর্তমানে দায়রা জজ ২য় আদালতে বিচারাধীন আছে।
বর্ণিত মামলায় হোসনে আরা বেগম ১নং স্বাক্ষী হিসেবে বিগত ৬/৩/২০১৪ইং তারিখে স্বাক্ষ্য প্রদান করিয়াছেন এবং আসামীদের বিরুদ্ধে সর্বোচ্চো সাজা চাহিয়া তাহার স্বামীর খুনের বিশদ বর্ণনা দিয়াছেন।
অত্যান্ত দুঃখ ও পরিতাপের বিষয়, গত ১৬/১১/২০২৩ইং সোস্যাল মিডিয়ায় দেখতে পাই আমি শাহ আলমকে ভূমিদস্যূ ও আমার ছোট ভাই নুরুল আলম কমিশনারকে সম্পত্তির জন্য হত্যা করাইয়েছি মর্মে বিবাদীনী হোসনেয়ারার বক্তব্য প্রদান করেছে, তাতে হোসনেয়ারা আরো বলে আমি তাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছি, সম্পত্তি বা দোকান গৃহ দিয়ে সংসার পরিচালনা করছে তা দখলের পায়তারা করছি, আমার সন্তানেরা তাকে বা তাদেরকে মামলা আপোস না করলে ঘর বাড়ি ছেড়ে চলে যাওয়ার ও হত্যা করার হুমকি প্রদান করে মর্মে বক্তব্য দেয় । যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, মনগড়া কল্পকাহিনী । যা আমার ও আমার সন্তানদের জন্য মানহানিকর ।
উল্লেখ্য যে, আমার ভাইয়ের মৃত্যুর সাড়ে ৫মাস পূর্বে ১০/১/২০১০ ইং সালে আমি আমাদের সম্পত্তি রক্ষা ও জান মালের হেফাজত চাহিয়া তৎসময়ে হুমকি দাতা ও হত্যা পরবর্তীতে চার্জসিট ভুক্ত আসামীদের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় একটি জিডিও করি ।
২০১৩ সাল হতে বর্তমান সময় প্রর্যন্ত জায়গা নিয়ে যতগুলো মামলা হয়েছে, যার সবগুলোর বাদি হোসনেয়ারা বেগম, শুধু মাত্র জাল কবলার একটি মামলার বাদি আমি শাহ আলম।
তার করা মিথ্যা সংবাদ সম্মেলন ও ডিআইজি, চট্রগ্রাম মহোদয়ের নিকট তার পাঠানো অভিযোগের বিপরিতে আমরাও থানায় সঠিক তথ্য প্রদান পূর্বক একটি অভিযোগ দায়ের করি এবং সংবাদ সম্মেলন করে এটার সুষ্ঠ ব্যবস্থা গ্রহণের আবেদন করছি।
কিছু ভূমিদস্যূ, বাটপার,টাউট ও খারাপ লোকের প্ররোচনায় ও সম্পত্তির লোভে আমার পরিবারের ক্ষতি করার জন্য এহেন জঘন্য অপপ্রচার চালাচ্ছে । যা সম্পূর্ণ দূরভিসন্দীমূলক, ষড়যন্ত্রমূলক, মিথ্যা, ভিত্তিহীন ও চক্রান্তের পরিস্কার বহিঃপ্রকাশ । একটারপর একটা মামলা ও তার আচরনে বুঝা যায়, যে কোন মূল্যে আমার পরিবারের সদস্যদের জান ও সম্পদের ক্ষতি সাধন করবে হোসনেয়ানা বেগম ।
এমতাবস্থায় আপনাদের অবগতির জন্য সীতাকুণ্ড প্রেসক্লাবে উপস্থিত হয়েছি, আপনারা সমাজ ও দেশের দর্পন, আপনাদের সুচিন্তিত মতামত, পরামর্শ ও নিরপেক্ষ অনুসন্ধানে আসল ঘটনা প্রকাশ পেলে আমি ও আমার পরিবার মিথ্যা মামলা, হয়রানী ও সামাজিকভাবে হেয়পতিপন্ন হওয়া থেকে মুক্তির সহায়ক হবে এবং আপনাদের আন্তরিক সহযোগীতা প্রার্থনা করছি ।