রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়ন মোহাম্মদপুর লেলিঙ্গা এম.সেলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিদ্যালয়ের সভাকক্ষে কমিটি গঠন উপলক্ষে সমাবেশের মাধ্যমে সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য তাকে সভাপতি নির্বাচিত করা হয়।
জসিম উদ্দিন তালুকদার অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার এর পুত্র। এর আগে তিনি বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য হিসেবে ছিলেন। নির্বাচিত হওয়ার পর তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এদিকে তাকে সভাপতি নির্বাচিত করায় রাঙ্গুনিয়ার সাংসদ তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি৷