জাতীয় যুব দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলায় সমাজসেবামূলক যুব সংগঠন যুব স্কোয়াড রাইডার্স এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১’শতাধিক মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী ও চারা বিতরণ করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইসমাঈল হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। সংগঠনের সাধারণ সম্পাদক মো. আজিম উদ্দিন’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ, সংগঠনের উপদেষ্টা প্রভাষক ইকবাল হোসেন, শিক্ষক মো. সিরাজুল আলম, শিক্ষক মঈনুল ইসলাম মাহমুদ, কাজী মনসুর আহমেদ, মো. আলমগীর হোসেন, সালাউদ্দিন কাদের প্রমুখ।
শেষে ফিতা কেটে সংগঠনের অফিস উদ্বোধন করেন অতিথিরা।