চট্টগ্রাম সীতাকুণ্ডের সাগর উপকূলে জাহাজভাঙা শিল্পের কাটিং কন্ট্রাক্টরবৃন্দ এন আর গ্রুপকে অভিনন্দন জানিয়েছেন। জাতীয় রপ্তানি ট্রফি স্বর্ণ পদক পাওয়ায় বুধবার দুপুরে আগ্রবাদ এন আর গ্রুপের প্রধান কার্যালয়ে এসে এই অভিনন্দন জানান কাটিং কন্ট্রাক্টরবৃন্দ।
দেশের রপ্তানি বানিজ্যে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান এন আর গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মেসার্স এন আর ট্রেড ইন্টারন্যাশনাল জাতীয় বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি’ স্বর্ণ পদকে ভূসিত হন এই প্রতিষ্ঠান। ঢাকাস্থ ওসমানি স্মৃতি মিলনায়তনে বানিজ্য মন্ত্রি টিপু মুনশি (এমপি) প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর নুরউদ্দিন রুবেল এর হাতে রপ্তানি ট্রফিটি তুলে দেন ।
স্বর্ণ পদক পাপ্তিতে ম্যানেজিং ডিরেক্টর নুরউদ্দিন রুবেল বলেন, দেশের বাজারের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাজার সম্প্রসারণে এনআর গ্রুপ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিতায় দেশে শীর্ষস্থানীয় রপ্তানী প্রতিষ্ঠান হিসাবে পরিণত এ গ্রুপ। পদক প্রাপ্তিতে গর্ববোধ করে মাননীয় প্রধান মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, দেশের জাতীয় রপ্তানি বানিজ্যে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী এন আর গ্রুপের এই অর্জন দেশের প্রতি দায়বদ্ধতা আরো বাড়িয়ে দিয়েছেন। আগামিতে এই অর্জন আরো প্রসারিত হবে এই প্রত্যাশা কামনা করেন । রপ্তানী বাণিজ্যের প্রতি বিশ্ব ব্যাপী ক্রেতাদের আস্থা-বিশ্বাস রাখার জন্য এ পদক পাওয়া সম্ভব হয়েছে বলে জানান তিনি।
শুভেচ্ছা অনুষ্ঠানে মক্কা শিপ কাটিং কন্ট্রাকাটরদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. লিয়াকত আলী, মাহাবুবুল আলম, আবু সুফিয়ান, নুর নবী, জসিম উদ্দিন, নুরুল আমিন আজাদ, জসিম (পিএইচপি) সামশুল আলম মনা, আবদুল করিম ও রুমান।