সারা দেশে সাংবাদিকদের আস্থা ও সাংবাদিক সমাজের বহুমুখী কল্যানে দীর্ঘ ৪২ বছর ধরে কাজ করে আসছে জাতীয় সাংবাদিক সংস্থা।উক্ত সংগঠনের সন্দ্বীপ উপজেলা শাখার পূর্বের কমিটি বিলুপ্ত করে ১২ সদস্যর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এতে দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি নজরুল নাঈম কে আহ্বায়ক, দৈনিক একুশের বাণীর মামুন আল রশিদ, দৈনিক হালিশহরের ইব্রাহিম খলিল উল্ল্যাহ, অনলাইন সন্দ্বীপ জার্ণাল সম্পাদক ইশতিয়াক আহম্মেদ মেহরাজ, সাপ্তাহিক উপনগরের মাসুদ রানাকে যুগ্ম আহ্বায়ক, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রদিনিধি আবদুর রহমান ইমনকে সদস্য সচিব, মাসিক সন্দ্বীপম পত্রিকার বার্তা সম্পাদক তাজুল ইসলাম কামরুল কে সহ সদস্য সচিব করা হয়েছে।
এতে সদস্য বৃন্দরা হলেন দৈনিক সকালের সময় প্রতিনিধি বাদল রায় স্বাধীন, দৈনিক আমার সংবাদ ও সাঙ্গু পত্রিকার প্রতিনিধি ইলিয়াছ সুমন, নগর নিউজের মাইনউদ্দীন আল আকাশ, দ্বীপ রেখার এস এম মাহাবুব, ও সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার প্রতিনিধি নাইম সোহাগ কে সদস্য করা হয়েছে।