অবশেষে জামিনে মুক্ত হলেন সীতাকুণ্ডের সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক অঙ্গনের প্রিয়মুখ ও ব্যাংক কর্মকর্তা মানস নন্দী।
ব্যবসায়িক পার্টনারের মিথ্যা ও হয়রানিরমূলক মামলায় গত ১৮ নভেম্বর সীতাকুণ্ড থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।
বিশিষ্ট সংগঠক মানস নন্দীকে মিথ্যা ও হয়রানির মামলায় গ্রেফতার করায় সীতাকুণ্ডে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সামাজিক, সাংস্কৃতিক কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
সীতাকুণ্ডের জনপ্রিয় শিক্ষক অনিল নন্দীর সন্তানকে এমন মিথ্যা মামলায় গ্রেফতারে সর্বমহল ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী তোলেন।