জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার কামিল ২০০৮ ব্যাচ বন্ধু ফোরামের ঈদ পুনর্মিলনী ১লা মে (সোমবার) ২০২৩ বিকাল ৪.৩০ টায় চট্টগ্রাম মুরাদপুরস্থ জামান এক্সক্লুসিভ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামেয়া কামিল ২০০৮ ব্যাচ বন্ধু ফোরামের আহবায়ক মাওলানা কাশেম রেজা নঈমী।
সভার শুরুতে কেরাআন তেলাওয়াত করেন মাওলানা এস এম শফিউল আলম।
হামদ ও নাত পরিবেশন করেন মাওলানা মুহাম্মদ আবদুস শাকুর।
অর্থ সম্পাদক মাওলানা আব্দুস শাকুর এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মাওলানা সৈয়দ মুহাম্মদ আবু নওশাদ নঈমী।
আরো বক্তব্য রাখেন যুগ্ম সদস্য সচিব মাওলানা এস এম শফিউল আলম, নির্বাহী সদস্য মুহাম্মদ আবদুল কাইয়ুম, মাওলানা কাজী মামুনুল ইসলাম, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা মাসউদ আত্তারী, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা মুহাম্মদ ইব্রাহীম, মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন শাওন।
উক্ত ঈদ পুনর্মিলনীতে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
পরিশেষে মরহুম ওস্তাজগনের মাগফিরাত ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মুনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ আবু নওশাদ নঈমী।