চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলায় জুনিয়র গ্রুপে মাধ্যমিক স্কুল পর্যায়ে প্রথম হয়েছে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়। উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিয়ে এ গৌরব অজন করেন।
বুধবার (৩১ জানুয়ারি) দুইদিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা সদরের শিশুমেলা মডেল স্কুল মাঠে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. রায়হান মেহেবুব’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার।
রাঙ্গুনিয়া সরকারি কলেজের সহকারি অধ্যাপক বিশ্বজিৎ রায় চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, রাঙ্গুনিয়া মহিলা কলেজের সহকারি অধ্যাপক অসীম কুমার শীল প্রমুখ।
মেলায় ২২টি স্টলের মাধ্যমে বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন, বিজ্ঞান অলম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অলম্পিয়াডে রাঙ্গুনিয়ার সকল কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। শেষে সেরা স্টল, অলম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।