ঢাকা চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে সেবা সপ্তাহ আগমন উপলক্ষে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারি) মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।
মহাসড়কে অবৈধ গাড়ি পার্কিং, ফুটপাত দখলমুক্তকরণ, ফিটনেস বিহীন ও মেয়াদোত্তীর্ণ ফিটনেস গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, মহাসড়কে অবৈধ থ্রী হুইলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া এছাড়া ফুটওভার ব্রীজ ব্যবহার ও মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার এর নেতৃত্বে মহাসড়কে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, মহাসড়কে যান চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে আমাদের এই অভিযান চালানো হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি হাইওয়ে সেবা সপ্তাহ পালন করা হবে। এই সেবা সপ্তাহ আগমন উপলক্ষে আমরা অভিযান পরিচালনা করি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।