জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করা হয়।
৮ জুলাই (শনিবার) রাত ০৭.৫৫ ঘটিকার সময় কুমিল্লা রিজিয়নের জোরারগঞ্জ হাইওয়ে থানায় কর্মরত এস আই(নিঃ) কামরুল আলম সঙ্গী ফোর্সসহ জোরারগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর চট্টগ্রামগামী লেনে নাহার এগ্রো’র সামনে গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেট কার যাহার রেজিঃ ঢাকা মেট্রো-গ-১১-৯৭০৫ গাড়ীতে থাকা আসামী আরিফ হোসেন ওরফে বাবু(২২), পিতা- হারুনুর রশিদ , মাতা- হাসিনা বেগম, মোঃ সুমন(১৯) , পিতা- আবুল বাশার, মাতা- আমেনা বেগম, উভয় সাঃ- হোসেন পুর, থানা- লক্ষ্মীপুর জেলা- লক্ষ্মীপুর দ্বয়ের নিকট থাকা ব্স্তায় তল্লাশী করিয়া ০৫ টি প্যাকেটে (দুই) কেজি করে মোট ৯ কেজি গাঁজা আসামিদ্বয় এর নিকট থেকে উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ।
যাহার আনুমানিক মূল্য ১৩৫০০০/-(১ লক্ষ ৩৫ হাজার) টাকা হইবে। আসামি ০২ জনকে গ্রেফতার পূর্বক থানা হেফাজতে রাখা হয়েছে
এই ব্যাপারে জোরারগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ সোহেল সরকার বলেন, গাঁজাসহ গ্রেফতারকৃত ২ আসামির বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।