মীরসরাইয়ে ১৯ কেজি গাঁজাসহ একটি সাদা রঙের প্রাইভেট কার জব্দ করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
রোববার (৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সামনে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেইনে রাস্তার উপর গুলিস্থান ফিলিং স্টেশনের সামনে ওইসব গাঁজা ও প্রাইভেট কারটি জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার। তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গুলিস্থান ফিলিং স্টেশনের সামনে একটি সাদা রংয়ের প্রাইভেট কার (চট্ট মেট্রো-খ-১১-১১৮৯) গাড়ীটি ব্যারিকেড দিলে প্রাইভেট কারের অজ্ঞাতনামা চালক গাড়িটি রাস্তার উপর ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।
এসময় কারটি থামিয়ে তল্লাশিকালে বিশেষ কায়দা মোড়ানো ১৯ কেজি গাঁজা জব্দ করা হয়। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। আটককৃত গাঁজার আনুমানিক মৃল্য ৫লক্ষ ২০ হাজার টাকা। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।