ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০লেন বিকল্প প্রস্তাব নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩এপ্রিল শনিবার বিকেল ৪টায়,সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সীতাকুণ্ড নাগরিক সমাজের ব্যনারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি,রাজনীতিবিদ,সুশীল সমাজ,পরিবেশ, সামাজিক,সাংস্কৃতিক,মানবিক,যুব ও ক্রীড়া এবং শ্রেণী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এতে সভাপতিত্ব করেন মাস্টার আবুল কাশেম। প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড.মো.ফসিউল আলম।সঞ্চালনায়-লায়ন মো.গিয়াস উদ্দিন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০লেন বিকল্প প্রস্তাব নিয়ে আলোচনা করেন একেএম আবু তাহের বি.এসসি,মোস্তফা কামাল চৌধুরী,অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর,মো.আরিফুর রহমান, মহিদ্দিন আহমদ মঞ্জুসহ ৮০জন।
সভায় প্রফেসর ড.মো.ফসিউল আলমকে আহবায়ক এবং মাস্টার আবুল কাশেমকে সদস্য সচিব করে ১০১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।পরবর্তি কর্মসূচি চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলন। রূপরেখা তৈরীর দায়িত্বে প্রফেসর ড.মো.ফসিউল আলম,অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর,মো.আরিফুর রহমান, সাংবাদিক মুহাম্মদ আবুল হাসনাত ও এড.জহির উদ্দিন মাহমুদ।।