তথ্য ও সম্প্রচার মন্ত্রী,বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ এমপি সুস্থতা কামনায় রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) বিকালে চন্দ্রঘোনা ইউনুছিয়া আজিজুল উলুম মাদ্রাসা সংলগ্ন মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বদিউল খায়ের লিটন চৌধুরী। সাধারণ সম্পাদক মো. ইউনুচের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক ইদ্রিস আজগর চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ নেতা আবু মনছুর, উত্তরজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবদুল করিম, উপজেলা যুবলীগের সহ সভাপতি মো. পারভেজ হোসেন, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আজিজ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মুরাদ, আওয়ামী লীগ নেতা আবদুস সালামসহ যুবলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক মাওলানা নেজাম উদ্দিন এবং মাওলানা ইলিয়াস মাহমুদ। দোয়া মাহফিলে মাদ্রাসার সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।