সংযুক্ত আরব আমিরাতে নুরুল আমিন (৪০) নামের হাটহাজারীর এক প্রবাসী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
রাস্তা পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নুরুল আমিন (৪০) নামের এক হাটহাজারী প্রবাসী নিহত হয়েছে ।
বুধবার সংযুক্ত আরব আমিরাতের উম্মুল কুয়াইন শহরে এ দূর্ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, উপজেলার ফতেপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ আলাওল পাড়ার রাজা মিয়া সওদাগর বাড়ীর মৃত জেবল হোসেনের পুত্র সংযুক্ত আরব আমিরাতে (দুবাই) সড়ক দুর্ঘটনায় নিহত নুরুল আমিন গত ১০/১১ বছর পূর্বে ভাগ্য বদলের আশায় প্রবাসে পাড়ি জমান এবং গত প্রায় দুই বছর হলো দেশে ছুটি কাটিয়ে পুনরায় আমিরাতে নিজ কর্মস্থলে ফিরে যায়। গতকাল বুধবার মোবাইল ফোনে কথা বলতে বলতে আমিরাতের উম্মুল কুয়াইন শহরে একটি রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি যানবাহন তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় নুরুল আমিন। পরে আশে পাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বর্তমানে আমিরাতের একটি হাসপাতালের হিমঘরে নিহতের লাশ রাখা হয়েছে।প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার মরদেহ দেশে আনা হবে বলেও জানায় সূত্রটি। নিহতের স্ত্রীর বড় ভাই সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।