টানা ৯ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মো. শাহজাহান (৪৬)।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভোর ৪ টার দিকে চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।
নিহত শাহজাহান হাটহাজারী পৌরসভার আলীপুর ৪নং ওয়াডস্থ হাফেজ ওবায়দুর রহমান বাড়ীর মৃত সুলতান আহমদের পুত্র।
নিহতের চাচাতো ভাই আবদুর রহিম বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ প্রতিবেদককে জানান, শাহজাহান ছিলেন একজন নির্মাণ শ্রমিক। ঘটনার দিন ১৪ নভেম্বর মঙ্গলবার কাজ করছিলেন হাটহাজারী বড় মাদ্রাসায়। সকাল ১০ টার দিকে কাজ ছেড়ে ২ য় তলার মাচাং থেকে নিচে নামেন নাস্তা করতে। নাস্তা সেরে পুনরায় কাজ ধরার জন্য ওই দ্বিতীয় তলার মাচাংয়ে উঠার সময় শাহজাহন অসাবধানতাবশত দূর্ঘটনার স্বীকার হয়ে নিচে পড়ে যায। এতে গুরুতর আহত হন তিনি। সাথে সাথে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আঘাত গুরুতর হওয়ায় সেখান দায়িত্বরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার করেন।
চমেকে আইসিইউ বেড খালি না থাকায় জিইসি মোড়ের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ১ দিন পর অন্য একটি প্রাইভেট হাসপাতালে এবং তার পরের দিন চমেক হাসপাতালের আইসিইউতে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই দুর্ঘটনার ৯ দিন পর বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে দুই সন্তানের জনক শাহজাহান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহতের ১১ ও ৮ বছর বয়সী দুটি সন্তান আছে। এতো অল্প বয়সে বাবা হারা হওয়ায় দুটি বাচ্ছার সুন্দর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেলো।
সংশ্লিষ্ট ৪নং ওয়ার্ড সহায়ক কমিটির সদস্য শামসুল আলম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে বলেন, বৃহস্পতিবার বাদে মাগরিব হাটহাজারী বড় মাদ্রাসা মাঠে জানাযা নামাজ শেষে মরহুম শাহজানকে তার পারিবারিক কবরস্থানে রাত ৮ টার দিকে দাফন করা হয়েছে।