রাঙ্গুনিয়ায় উপজেলার মোগলেরহাট বাজার চত্বরে মোগলেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে। প্রায় দুই কোটি টাকা ব্যয়ে দুই তলা বিশিষ্ট মসজিদটি নির্মাণ করা হচ্ছে। আমেরিকা প্রবাসী মো. আলমগীরের আর্থিক অনুদানে নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে। ইতিমধ্যেই মসজিদের প্রথম তলা পর্যন্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে মসজিদের ছাদ ঢালাই করা হয়। এদিন ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মির্জা মো. সেকান্দর হোসেন, আমেরিকা প্রবাসী মো. আলমগীরের ছোট ভাই মো. শাহজাহান, মির্জা ওমরা মিয়া, মসজিদের সভাপতি মো. নাজের, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, মো. নিক্সন তালুকদার, মির্জা মোহাম্মদ লিটন, মসজিদের পেশ ইমাম আবদুর রাজ্জাক, মো. বাদশা, ইঞ্জিনিয়ার মো. শোয়াইব, মো. শাহরিয়ারসহ গ্রামের মুরুবী ও মসজিদ মুসল্লীরা।
এর আগে আমেরিকা থেকে মো. আলমগীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।
মুসল্লীরা জানান, মসজিদটি খুবই ছোট ছিল। মুসল্লী ও এলাকাবাসীর দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান হতে চলছে। প্রায় ২ কোটি টাকা ব্যয়ে মো. আলমগীরের সহযোগিতায় দুই তলা বিশিষ্ট মসজিদটি নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া কেউ সেচ্ছায় সহযোগিতা করতে চাইলেও নেয়া হবে। এ বছরের রমজানের আগে এক তলার সম্পূর্ণ কাজ শেষ হবে এবং বছরের শেষের দিকে মসজিদের সম্পূর্ণ কাজ শেষ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।