চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মামলায় দয়াল হরি প্রকাশ জনি দাশ(২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে পুলিশ। সে উপজেলার লালানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ঘাগড়া খীলমোগল গ্রামের বিপ্লব কান্তি দাশের ছেলে। শনিবার (১০ জুন) সকালে ওই যুবককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ জুন) সকালে ওই যুবকের ফেসবুক আইডির স্টোরিতে যুবকের ছবির শরীরের নিচের অংশে পবিত্র কাবা শরীফ ও কোরআনের ছবি এডিট করে পোস্ট দেন। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে একই এলাকার একটি দোকানে তাঁকে অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ তাঁকে থানায় নিয়ে আসেন।
রাঙ্গুনিয়া থানার এসআই মো. মাঈন উদ্দিন বলেন, গত শুক্রবার রাত ১২ টার দিকে থানার এস আই আবু বকর ভুইঞা বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলাটির তদন্ত করছি।”
এর আগে বিকেলের দিকে রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকীকে চট্টগ্রাম পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. হুমায়ুন কবির বলেন, ” প্রশাসনিক কারনে থানার ওসিকে চট্টগ্রাম পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।