ঢাকার নবাবগঞ্জ উপজেলার টিকরপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আ. হালিম।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০, অনুযায়ী উপজেলায় টিকরপুর এলাকায় মহন লাল সাহা নামে এক মুদি ব্যবসায়ীকে পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে ১ হাজার টাকা ও বাংলাদেশ হোটেল ও রেস্তোড়াঁ আইন, ২০১৪ অনুযায়ী লাইসেন্স গ্রহণ ব্যতীত হোটেল চালানোর অপরাধে একই এলাকার জাহাঙ্গীর নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।ভ্রাম্যমান আদালত কাজে সহায়তা করেন নবাবগঞ্জ থানা পুলিশ।
নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আ. হালিম বলেন, খাদ্যে ভেজাল ও পরিবেশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।