আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শনিবার বেলা ১০ টা থেকে বিকাল পর্যন্ত যৌথ বর্ধিত সভায় আগামী নির্বাচন নিয়ে মতবিনিময় করেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান ভূইয়া কিসমতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৗশলী আরিফুর রহমান সিকদারের সঞ্চলায় উপজেলার আব্দুল ওয়াছেক মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায়, ১৪ টি ইউনিয়নের নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন ঝিলু, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ নেতা সাফিল উদ্দিন মিয়া, নারী নেত্রী হালিমা আক্তার লাবন্য, খোরশেদা আক্তার,উপজেলা কৃষক লীগ আহবায়ক মো. সাদের হোসেন বুলু, যুগ্ম আহবায়ক শেখ মেহেদী হাসান স্বপন, যুব লীগসভাপতি সারোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক দিলিপ কুমার, তাতী লীগ সাধারন সম্পাদক হাবিবুর রহমান, যুব মহিলা লীগ নেত্রী নিলুফা আক্তার মহিলা শ্রমিক লীগ নেত্রী গাজী সাকিলা, ছাত্র লীগ সভাপতি মো. স¤্রাট, সাধারণ সম্পাদক মো. সোহান প্রমূখ।