‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১টায় মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের করেন নবাবগঞ্জ উপজেলা মৎস্য অফিস। র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে সংক্ষিপ্ত আলাচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুল হালিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি।
সভার শেষে তিন ক্যাটাগরিতে মোট ৬ জন সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এবছর শ্রেষ্ঠ মৎস্য চাষীর পুরস্কার লাভ করেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত প্রতিষ্ঠান নিপু ট্রেডার্সের কর্ণধার অনুপম দত্ত নিপু।