ঢাকার নবাবগঞ্জে দুর্নীতি বিরোধী শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজন করেন।
শোভাযাত্রাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বর থেকে বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে দুর্নীতি বিরোধী মানববন্ধন করা হয়।
উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ জালাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাসেদ মামুন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মো. মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান ভূঁইয়া প্রমুখ।