দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদ, পুলিশ-সাংবাদিকের উপর হামলা ও হত্যার নিন্দা জানিয়ে ঢাকার নবাবগঞ্জে লাল পতাকাসহ বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের ওয়ার্কার্সপার্টি ঢাকা জেলা শাখা।
বুধবার দুপুরে উপজেলার কাশিমপুরের লাল বারান্দা থেকে লাল পতাকা হাতে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি কায়কোবাদ চত্তর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পথ সভা করা হয়।
পথ সভায় বক্তারা বলেন, বাজার সিন্ডিকেটে ফুলে ফেপে উঠেছে বর্জুয়া, লুটেরা শ্রেণির লোকেরা। দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। দিশেহারা হয়ে পড়েছে নিন্ম আয়ের মানুষ। অপরদিকে, সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে সাধারণ মানুষকে চরম শঙ্কায় ফেলে দিয়েছে এক শ্রেণির রাজনীতিকরা। তারা গণমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করে, রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়। এসব রাজনীতিকরা রাষ্ট্রের সার্বভৌম বিদেশিদের হাতে তুলে দিতে মরিয়া হয়ে উঠেছে।
বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড করম আলী, ঢাকা জেলার সভাপতি কমরেড আব্দুল বারেক, সাধারণ সম্পাদক আজহারুল হক, কমরেড সাইদুর রহমান, নবাবগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ কমরেড আব্দুল মান্নান, পীরজাদা আসাদুল্লাহ, কমরেড নাসির উদ্দীন বাহার, কমরেড সঞ্জয় শীল প্রমুখ।