মহাকবি কায়কোবাদ স্মৃতি পরিষদের উদ্যোগে ঢাকার নবাবগঞ্জে মহাকবি কায়কোবাদের ৭২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, কোরআন তেলাওয়াত , কবিতা আবৃতি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার আগলা ইউনিয়নের মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও মহাকবির স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা মহাকবির লেখা আযান কবিতা আবৃতি করেন। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মো. জাকির হোসেনের সঞ্চালনায় ও মুখলেছ খান টগরের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহাকবি কায়কোবাদ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক শেখ আরশাদ আলী।
এসময় উপস্থিত ছিলেন মো. সালাউদ্দিন, আব্দুল আওয়াল, মহাকবি কায়কোবাদ স্মৃতি পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান, আব্দুস সালাম, কবি লিয়াকত হোসেন, কামরুজ্জামান, রুমা সুলতানা কাফিল উদ্দিন সহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, ‘কায়কোবাদ শুধু নবাবগঞ্জ ই নয়। সারা বাংলাদেশের মহাকবি। তার স্মৃতি সংরক্ষণের জন্য সরকারি যাদুঘরের ও সংগ্রহশালা স্থাপনের দাবি জানান তারা।