গত ১/১০/২০২২ইং তারিখে পাক্ষিক উত্তর চট্টলা অক্টোবর (প্রথম পক্ষ) প্রকাশিত হয় আর এতে ৩য় পৃষ্ঠায় মাওলানা নুরুল ইসলাম প্রোপ্রার্টিজ নামে একটি বিজ্ঞাপন প্রকাশিত হয় যার সত্ত্বাধিকারী এহছানুল করিম। যেখানে পদবীর স্থলে ভূলবশত (১নং করেরহাট ইউনিয়ন যুবলীগ, মীরসরাই, চট্টগ্রাম) লিখা হয়েছে।
বিজ্ঞাপনটি ভুলবশত তথ্যে সামান্য গড়মিল থাকায় মাওলানা নুরুল ইসলাম প্রোপ্রার্টিজ এর সত্ত্বাধিকারী এহছানুল করিমের সাথে পাক্ষিক উত্তর চট্টলার প্রতিনিধি কথা বলে দুঃখ প্রকাশ করেন এবং তাৎক্ষণিক পাক্ষিক উত্তর চট্টলা পত্রিকা অফিসে একটি লিখিত শর্ত পাঠান। যার প্রেক্ষিতে পাক্ষিক উত্তর চট্টলা পত্রিকার অনলাইন পেইজে এ ভূল সংশোধনী ও দুঃখ প্রকাশ করছে।