চট্টগ্রাম 10:03 am, Sunday, 8 September 2024

‘নিউ ইংল্যান্ড হিন্দু সোসাইটি’র বন্যাদুর্গতদের উপহার সামগ্রী বিতরণ

যুক্তরাষ্ট্রের বস্টন শহরে অবস্থিত নিউ ইংল্যান্ডে বসবসারত বাংলাদেশী আমেরিকান হিন্দুদের প্রধান সংগঠন ‘নিউ ইংল্যান্ড হিন্দু সোসাইটি’ এর কর্মকর্তাদের পক্ষ থেকে বুধবার (২৮ আগস্ট) উপজেলার গুমানমর্দ্দন, ছিপাতলী ও মেখল এলাকায় বন্যাদুর্গত সর্বধর্মাবলম্বীদের মাঝে উপহার (ত্রাণ সামগ্রী) বিতরণ করা হয়েছে।

উপহার সামগ্রীর মধ্যে ছিল,পরিবার প্রতি চাল ৫ কেজি, মসুর ডাল ১ কেজি, লবন ১ কেজি, আলু ১ কেজি, চিনি ৫’শ গ্রাম, সোয়াবিন তেল ৫’শ এম.এল, মিনারেল ওয়াটার ২ লিটার ১টি, চা পাতা ১’শ গ্রাম, কাপড় কাচা সাবান ২৫০ গ্রাম, ওরাল স্যালাইন ৫টি, প্যারাসিটামল ট্যাবলেট ১০টি, মেট্টোনিডাজল ট্যাবলেট ১০টি, এন্টিহিস্টামিন ট্যাবলেট ২০টি, অ্যান্টাসিড ট্যাবলেট ১০টি, হ্যালাজোন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ১০টি, পেরোজা স্ক্যাবিস ওয়েন্টমেন্ট ১টি, ক্লোট্রিম ক্রিম ১টি ও নেবানল অ্যান্টিসেফটিক ওয়েন্টমেন্ট ১টি।

উপহার সামগ্রী বিতরণের সময়, জ্যৈষ্ঠ সাংবাদিক রতন কান্তি দেবাশীষ, নিউ ইংল্যান্ড হিন্দু সোসাইটি বাংলাদেশের স্থানীয় মুখপাত্র সাংবাদিক রনজিত কুমার শীল, সাংবাদিক মোঃ নাজিম উদ্দিন, সমাজসেবক নিহার রঞ্জন রায়, প্রশান্ত কুমার দাশ, ফটো সাংবাদিক মোঃ জামাল হোসেন জনি, টিভি-বেতার শিল্পী মো: জিয়া উদ্দিন বাদশা, সমাজসেবক সাজিব দেওয়ানজী, হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর ইনচার্জ দুর্জয় দেওয়ানজী ও শিক্ষক পার্থ ঘোষ উপস্থিত ছিলেন।

ওষুধ সামগ্রী দিয়ে ব্যক্তিগতভাবে সহযোগিতা করেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা  ডা. প্রতীক সেন, ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আরেফিন আজিম, হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানিয়া বিল্লাহ ও সিভিল সার্জন কার্যালয়ের জেলা  স্বাস্থ্য তত্তাবধায়ক সুজন বড়ুয়া।

উল্লেখ্য, হাটহাজারী উপজেলা ছাড়াও সংগঠনটি ফটিকছড়ি উপজেলার সুয়াবিলের বারমাসিয়া, সুন্দরপুর ইউনিয়নের চন্দ্রঘোনার শীল পাড়া ও নাজিরহাট পৌরসভার কুম্ভর পাড়ার বন্যাদুর্গতদের মাঝে উপহার (ত্রাণ) সামগ্রী বিতরণ করেছেন। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রাথমিক ভাবে ত্রাণ ও ঔষধ সামগ্রী বিতরণ শুরু করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় জামায়াতে ইসলামী পেশাজীবিদের সম্মানে প্রীতি সম্মেলন

‘নিউ ইংল্যান্ড হিন্দু সোসাইটি’র বন্যাদুর্গতদের উপহার সামগ্রী বিতরণ

Update Time : 10:26:51 pm, Wednesday, 28 August 2024

যুক্তরাষ্ট্রের বস্টন শহরে অবস্থিত নিউ ইংল্যান্ডে বসবসারত বাংলাদেশী আমেরিকান হিন্দুদের প্রধান সংগঠন ‘নিউ ইংল্যান্ড হিন্দু সোসাইটি’ এর কর্মকর্তাদের পক্ষ থেকে বুধবার (২৮ আগস্ট) উপজেলার গুমানমর্দ্দন, ছিপাতলী ও মেখল এলাকায় বন্যাদুর্গত সর্বধর্মাবলম্বীদের মাঝে উপহার (ত্রাণ সামগ্রী) বিতরণ করা হয়েছে।

উপহার সামগ্রীর মধ্যে ছিল,পরিবার প্রতি চাল ৫ কেজি, মসুর ডাল ১ কেজি, লবন ১ কেজি, আলু ১ কেজি, চিনি ৫’শ গ্রাম, সোয়াবিন তেল ৫’শ এম.এল, মিনারেল ওয়াটার ২ লিটার ১টি, চা পাতা ১’শ গ্রাম, কাপড় কাচা সাবান ২৫০ গ্রাম, ওরাল স্যালাইন ৫টি, প্যারাসিটামল ট্যাবলেট ১০টি, মেট্টোনিডাজল ট্যাবলেট ১০টি, এন্টিহিস্টামিন ট্যাবলেট ২০টি, অ্যান্টাসিড ট্যাবলেট ১০টি, হ্যালাজোন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ১০টি, পেরোজা স্ক্যাবিস ওয়েন্টমেন্ট ১টি, ক্লোট্রিম ক্রিম ১টি ও নেবানল অ্যান্টিসেফটিক ওয়েন্টমেন্ট ১টি।

উপহার সামগ্রী বিতরণের সময়, জ্যৈষ্ঠ সাংবাদিক রতন কান্তি দেবাশীষ, নিউ ইংল্যান্ড হিন্দু সোসাইটি বাংলাদেশের স্থানীয় মুখপাত্র সাংবাদিক রনজিত কুমার শীল, সাংবাদিক মোঃ নাজিম উদ্দিন, সমাজসেবক নিহার রঞ্জন রায়, প্রশান্ত কুমার দাশ, ফটো সাংবাদিক মোঃ জামাল হোসেন জনি, টিভি-বেতার শিল্পী মো: জিয়া উদ্দিন বাদশা, সমাজসেবক সাজিব দেওয়ানজী, হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর ইনচার্জ দুর্জয় দেওয়ানজী ও শিক্ষক পার্থ ঘোষ উপস্থিত ছিলেন।

ওষুধ সামগ্রী দিয়ে ব্যক্তিগতভাবে সহযোগিতা করেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা  ডা. প্রতীক সেন, ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আরেফিন আজিম, হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানিয়া বিল্লাহ ও সিভিল সার্জন কার্যালয়ের জেলা  স্বাস্থ্য তত্তাবধায়ক সুজন বড়ুয়া।

উল্লেখ্য, হাটহাজারী উপজেলা ছাড়াও সংগঠনটি ফটিকছড়ি উপজেলার সুয়াবিলের বারমাসিয়া, সুন্দরপুর ইউনিয়নের চন্দ্রঘোনার শীল পাড়া ও নাজিরহাট পৌরসভার কুম্ভর পাড়ার বন্যাদুর্গতদের মাঝে উপহার (ত্রাণ) সামগ্রী বিতরণ করেছেন। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রাথমিক ভাবে ত্রাণ ও ঔষধ সামগ্রী বিতরণ শুরু করেছে।