নিজামপুর সরকারী কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী পরিষদের পরিষদের দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জুন) বিকেলে চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
নিজামপুর সরকারি কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী পরিষদ কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দের সভপতিত্বে ও কমিটির সদস্য সচিব ও কলেজের অধ্যক্ষ মেজর মোহাম্মদ রফিক উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত এ সভায় পূর্ববর্তী সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন ও সর্বসম্মতিতে তা অনুমোদন করা হয়।
সাধারণ সভায় পরিচিতি পর্ব শেষে সার্বিক অগ্রগতি বিষয়ে আলোচনা ও আংশিক কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এসময় বিভিন্ন ব্যাচ তাদের ব্যাচ কমিটির নামের তালিকা জমা দেন।
নিজামপুর সরকারি কলেজ প্রাক্তন ছাত্র ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠানের ফেসবুক পেইজের নাম ও লিংক।
নিজামপুর সরকারি কলেজের ১৯৬৪ হতে ২০২২ পর্যন্ত এইচএসসি (১৯৬৬-২০২২, ৫৭ ব্যাচ)/ডিগ্রী (১৯৬৮-২০২২, ৫৫ ব্যাচ)/অনার্স (২০১৪-২০২২, ৮ ব্যাচ) সহ মোট ১২০ ব্যাচের এই আয়োজন।
সাবজেক্ট কমিটির নিকট ব্যাচ কমিটির তালিকা জমা দেয়ার আহবান জানান উদযাপন কমিটি।
কমিটি আশা করে সকল ব্যাচের আন্তরিক সহযোগিতায় একটি প্রানবন্ত, চমৎকার, জমকালো, স্মৃতিতে ধরে রাখার মতো মিলনমেলার আয়োজন হবে আয়োজারা জানান।
এতে সকলকে আন্তরিক সহযোগিতা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন ।
যে সকল ব্যাচ এখনো ব্যাচ কমিটি জমা দেননি সে সকল ব্যাচকে আগামী ১৬ জুনের মধ্যে ব্যাচ কমিটির তালিকা জমা দেয়ার আহবান জানান কমিটির সদস্য সচিব ও কলেজের অধ্যক্ষ মেজর মোহাম্মদ রফিক উদ্দিন। এসময় তিনি সভায় অধিক সংখ্যক প্রাক্তন শিক্ষার্থীকে সম্পৃক্ত করার স্বার্থে সকলকে যার যার আঙ্গিকে প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার এবং প্রাক্তন সকল শিক্ষার্থীকে ‘নিজামপুর সরকারি কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ’ নামে খোলা ফেসবুক পেইজে নিজেদের যুক্ত করার জন্য অনুরোধ জানান