হাটহাজারীতে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর মিছিলে অসুস্থ হয়ে মো.জসিম উদ্দীন সিকদার (৫৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার (১৯ মে) পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার একটি প্রাইভেট হসপিটালে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর পূর্বে শেরে বাংলা মাজার গেট এলাকায় মিছিলেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
নিহত জসিম উদ্দীন সিকদার ৮ নং মেখল ইউনিয়ন পরিষদের দক্ষিণ মেখল ৭ নং ওয়াডস্থ রুহুল্লা সিকদার বাড়ীর মরহুম সেরজান খা সিকদারের পুত্র।
সূত্রে জানা যায়, রোববার বিকালের দিকে এক মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী মিছিলে অংশ নেন সমর্থক হাটহাজারী কাচারী সড়ক বণিক সমিতির সাবেক সভাপতি ও যুব উন্নয়ন কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউটের পরিচালক হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সদস্য মো. জসীম উদ্দিন সিকদার। মিছিলের এক পর্যায়ে তিনি হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে তিনি থেমে যান। পাশে থাকা খালেক নামের এক ব্যক্তি জানান, তিনি মিছিল থেকে বেরিয়ে মাজার গেটের ভেতর ঢুততেই পড়ে যান। পরে স্থানীয়রা তাকে দ্রুত বাসস্ট্যাডস্থ একটি প্রাইভেট হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী এনাম সিকদার জানান, নিহতের স্ত্রী এবং ফারিয়া (২০) ও ফাবিহা (১৪) নামের দুই কন্যা ও ফাহিম (১৮) নামের ১ ছেলে সন্তান রয়েছে।
নিহতের ঘনিষ্ঠ বন্ধু হাটহাজারী প্রেস ক্লাব এর সহসভাপতি সাংবাদিক মো.হোসেন জানান, মৃত্যুর আধ ঘন্টা আগেও আমার ফোনে রিং দিয়েছিলো জসিম, কিন্তু আমি তখন বাইকে থাকায় রিং আসছে তা বুঝতে পারিনি। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, জসিম মৃত্যুর আগে কি বলতে চেয়েছিলো তা আল্লাহ জানেন। নিজেকে কখনই ক্ষমা করতে পারবোনা, তার শেষ কথাটা শুনতে পারলাম না আমি।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মেম্বার মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে রবিবার রাত সাড়ে ১১ টার দিকে জানান, আগামীকাল সকাল এগারোটায় রুহুল্লা সিকদার বাড়ী ঈদগাহ মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।