প্রচারণার শেষ দিনে নৌকা প্রতীক সমর্থনে রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গণমিছিল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ধামাইরহাট ভি.এইড পাবলিক লাইব্রেরি মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘরে ঘরে, দোকানে, পথচারীদের মাঝে নির্বাচনি প্রচারপত্র বিলি করেছে এবং আগামী ৭ তারিখ কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান নেতৃবৃন্দরা।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান তালুকদার। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার। সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক ফারুক তালুকদার, সদস্য এডভোকেট নিখিল কুমান নাথ, আলমগীর হোসেন তালুকদার, আওয়ামী লীগ নেতা মাস্টার মো: মুছা, জসিম উদ্দিন তালুকদার, মোহাম্মদ আলমগীর, রেজাউল করিম, জাহাঙ্গীর আলম মন্ডল, সোহেল সিকদার, মিজানুর রহমান চৌধুরী, মুসলিম উদ্দিন শিকদার, রফিকুল ইসলাম, ফজলুল ইসলাম সেলিম, রাশেদুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ, মাস্টার আব্দুল কাদের, ইউনুস মিয়া, রুবি আক্তার, সৈয়দ জাহিদুল, কাজী জামি , ছাত্রলীগের শরিফুল ইসলাম সাইমন, তানভীর আহমেদ, প্রনব শীল জিকু, কাজী সাওয়াল, সাকিব সিকদার, সাফওয়ান সাকিব, মিছিলে বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।