চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু একজন সরকার প্রধান নন, তিনি মানবতার মূর্ত প্রতীক। দেশ আজ উন্নয়ন শীল দেশে পরিনত হয়েছে তার নেতৃত্বে। নৌকা স্বাধীনতা দিয়েছে, নৌকা উন্নয়ন দিয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করলে তিনি বিজয়ী হবেন। তাই ৭ তারিখ ভোট কেন্দ্রে গিয়ে সবাইকে নৌকায় ভোট দেবার আহবান জানান।
১০ ডিসেম্বর রোববার রাতে চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক সরোয়ার মোর্শেদ কচির সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক এরশাদ মামুন ও কাউন্সিলর জহুরুল আলম জসিমের সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক এর সাবেক প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজন ও চট্টগ্রাম-৪ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এস এম আল মামনু।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চসিক এর সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
বক্তব্য রাখেন ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর ড, নিছার উদ্দিন মঞ্জ, আকবরশাহ থানা আওয়ালী লীগের সভাপতি আলহাজ্ব সুলতান আহম্মদ চেয়ারম্যান, পাহাড়তলী থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার মিয়া, আকবরশাহ থানা আওয়ালী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন, চসিক এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর (৯, ১০ ও ১৩নং ওয়ার্ড) তছলিমা নুরজাহান রুবি প্রমুখ।