হাটহাজারীতে পরিবার পরিকল্পনা বিভাগের সেবা ও প্রচার সপ্তাহ ও মা সমাবেশ উদ্বোধন করা হয়েছে।
শনিবার(১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়ন মডেল পরিবার কল্যান কেন্দ্রে এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম বলেন, বর্তমান সরকারের প্রধান মন্ত্রীর ভিষন বাস্তবায়নে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের নিরলস ভাবে কাজ করতে হবে তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভিষন ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ করতে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা / কর্মচারীদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তিনি বলেন ২০১৯ সালে কায়রোতে অনুষ্ঠিত আই সিপিডি-২৫ সম্মেলনে অংশ গ্রহনকারী সকল দেশ তিন শূন্য যথা মাতৃমৃত্যুর শূন্য হার, নারীরপ্রতি সহিংসতা শূন্য এবং অপূর্ণ চাহিদার শূন্য হার অঙ্গীকার করা হয়েছে, এই শূন্য অর্জনে অন্যতম বড় বাঁধা বাল্য বিবাহ। এজন্য বিভাগীয় দায়িত্বশীলদের কাজ করতে হবে।
দিবসটি উপলক্ষে ফতেপুর ইউনিয়ন মডেল পরিবার কল্যান কেন্দ্রের্্যালী, আলোচনা সভা মা সমাবেশ ও বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নিক্সন চৌধুরী।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফতেপুর ইউ পি চেয়ারম্যান জায়নুল আবেদিন ও হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম এর সঞ্চালন অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ডাঃ কাউসার আকতার পপি।