হাটহাজারীর ফেদাই চৌধুরী নুরানী তালিমুল কোরআন মাদরাসার প্রতিষ্ঠাতা ওয়াকফ এষ্টেটের মতোয়াল্লী মরহুম মাহাবুবুল আলম চৌধুরীর স্মরণ সভায় প্রধান অতিথি ডা.কিউএম অহিদুল আলম তার বক্তব্যে বলেছেন, পিছিয়ে পড়া এলাকা ও সমাজের উন্নয়নে মাহাবুল আলম চৌধুরীর আমৃত্যু কাজ করেছেন। তার রেখে যাওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিয়ত সমাজের আলোক বর্তিকা হয়ে কাজ করবে। ভবিষ্যত প্রজম্ম মাহাবুবুল আলম চৌধুরীর রেখে যাওয়া আদর্শ ও প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে নিজেদেরকে সফল মানুষ হিসেবে গড়ে তোলার অনুপ্রেরণা পাবে।
শনিবার উপজেলার ধলইস্থ ফেদাই চৌধুরী মাদরাসা প্রাঙ্গনে স্থানীয় ফেদাই চৌধুরী পাড়া প্রবাসী পরিষদ এ নাগরিক শোক সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.মুহাম্মদ ইউনুস সুহ্রদ পরিষদের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ডা.কিউএম অহিদুল আলম। এতে ঢাকা জেলা জজ মো. সফিউল আজম চৌধুরী, চট্টগ্রাম ক্রিয়েটিভ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা,জাহিদ হোসেন শরীফ, নাজিরহাট কলেজের উপাধ্যক্ষ সাইফুল ইসলাম চৌধুরী বিশেষ অতিথি ছিলেন।
সভায় বক্তব্য রাখেন, হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, মুক্তিযোদ্বা কমান্ডার নুরুল আলম, ফেদাই চৌধুরী নুরানী তালিমুল কোরআন মাদরাসার সভাপতি কামরুল হাসান, ধলই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ, অধ্যাপক শওকত হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ের কর্মকর্তা ওমর ফারুক লুলু, পেট্টেোবাংলার অবসরপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, গুমানমর্দন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সেলিম উল্লাহ চৌধুরী, মাওলানা মো.ইউসুফ, সাবেক ইউপি সদস্য বদিউল আলম, আজম উদ্দিন শরীফ,মোহাম্মদ জসীম উদ্দিন, মোজাম্মেল হক, মাওলানা ফজলুল হক, মো.এয়াকুব আলী, মরহুমের সন্তান আশরাফুল আলম চৌধুরী মামুন, গাজী মো. জাহেদ, মুনসুর আলম, আবু হানিফ পারভেজ, মো.নিজাম উদ্দিন, মো. রবিউল ইসলাম, মো.জহুরুল আলম, আবুল হাসেম ও মামুন তালুকদার।
এসময় বক্তারা বলেন, “সমাজে গুনীজনরা সম্মান পেলে দেশে গুনী জনের অভাব হবেনা। দেশে গুনীজনদের কদর না করলে সমাজ তথা দেশে গুনীজনের জম্ম হবে না।”
বিশেষ অতিথি (জেলা জজ) বিচারক সফিউল আজম বলেন, এলাকার উন্নয়নে স্কুল, কলেজ, মাদরাসা ও মসজিদের মতো প্রতিষ্ঠানগুলোর সওয়াব প্রতিনিয়ত সাদকায়ে জারিয়া হিসেবে কাজ করবে। ভবিষ্যত প্রজম্মকে তার আদর্শ অনুসরনের আহবানও জানান তিনি।
হাটহাজারীর তথা উত্তর চট্টগ্রামে মরহুম মাহাবুবুল আলম চৌধুরীর বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড, তার প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্ব ক্ষেত্রে গৌরবজ্জল ভুমিকা, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, জীবন কর্মের মুহুর্ত্ব ও শিক্ষা বিস্তারে এলাকায় অনন্য অবদান নিয়ে স্মারকগ্রন্হ ‘স্মৃতিতে অমলিন’ গ্রন্হের মোড়ক উম্মোচন করেন অতিথিরা।