চট্টগ্রাম 4:46 pm, Friday, 13 September 2024

পিস্তল ঠেকিয়ে যুবলীগ নেতাকে জুতার মালা পরানোর অভিযোগে আটক ১

হাটহাজারীতে যুবলীগ নেতাকে মাথায় পিস্তল ঠেকিয়ে জুতার মালা পরানোর ঘটনায় অভিযুক্ত নুরুল ইসলাম খোকন (৪০) কে আটক করেছে মডেল থানা পুলিশ। গ্রেপ্তার নুরুল ইসলাম খোকন উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের রাজখান পাড়ার মো.ইলিয়াছের ছেলে।

রবিবার (০৪ জুন) বিকালের দিকে হাটহাজারী মডেল থানা পুলিশ গণমাধ্যমের কাছে আটকের ঘটনার সত্যতা স্বীকার করেন। এর আগে গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লালিয়ারহাট এলাকা থেকে অভিযুক্ত খোকনকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, উপজেলার চিকনদন্ডী ইউনিয়নস্থ ৫ নম্বর ওয়ার্ডের যুবলীগ সভাপতি ইউছুপ হোসেন বুলু গত ৩০ মে রাতে মোটরসাইকেল নিয়ে বাসায় ফেরার পথে রাজখানপাড়া মসজিদের সামনে রাস্তায় খোকন ও তার ৭/৮ জন সহযোগী গতিরোধ করে বুলুকে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে হত্যার চেষ্টা চালায়। পরে তাকে লাঠি ও লোহার রড দিয়ে মারধরও করে তারা। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আহত অবস্থায় বুলুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। খোকনের কয়েকজন সহযোগী ফোনে বুলুকে জুতার মালা পরানো ও মারধর করার ভিডিও ধারণ করে। যা পরবর্তীতে খোকন এবং তার সহযোগীরা তাদের ফেসবুক আইডি থেকে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দিলে তা ভাইরাল হয়। এ ঘটনায় ভুক্তভোগী ইউছুপ হোসেন বুলু ১ জুন চমেক হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে ঘটনার হোতা খোকন ও তার ৮ সহযোগীকে বিবাদী করে থানায় মামলা করেন। পরে মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে একজনকে আটক করে। মামলার অন্যান্য বিবাদীরা হলেন জসিম উদ্দিন, হাসান উদ্দিন নয়ন, সাহাব উদ্দিন, নেজাম, পারভেজ, মো.শফি, আলমগীর ও মো.জাবেদ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাবেদ মিয়া জানান আটককৃতকে শনিবার কোর্ট হাজতে প্রেরন করলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

খোকন একজন দাগী অপরাধী এমনটা দাবী করে যুবলীগের নেতা ইউছুপ হোসেন বুলু বলেন, সে হাটহাজারী উপজেলার কোনো পর্যায়ে যুবলীগের রাজনীতির সাথেও জড়িত নয়। সে স্থানীয় যুবলীগের কোনো পদপদবিতেও নেই। ঘটনার দিন নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাঙ্গপাঙ্গদের নিয়ে আমার ওপর হামলা চালায় খোকন। এ সময় ৫ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতির পদ প্রত্যাহার করে নিতে সে আমাকে মারধর করে জুতার মালা পরিয়েছে।

হাটহাজারী মডেল থানার ওসি মুহাম্মদ রুহুল আমীন সবুজ ঘটনার সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে বলেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

‘চেয়ার দখল করে বসে থাকার জন্য ক্ষমতায় আসেনি’ হাটহাজারী মাদ্রাসায় উপদেষ্টা আ ফ ম খালিদ

পিস্তল ঠেকিয়ে যুবলীগ নেতাকে জুতার মালা পরানোর অভিযোগে আটক ১

Update Time : 12:36:04 pm, Monday, 5 June 2023

হাটহাজারীতে যুবলীগ নেতাকে মাথায় পিস্তল ঠেকিয়ে জুতার মালা পরানোর ঘটনায় অভিযুক্ত নুরুল ইসলাম খোকন (৪০) কে আটক করেছে মডেল থানা পুলিশ। গ্রেপ্তার নুরুল ইসলাম খোকন উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের রাজখান পাড়ার মো.ইলিয়াছের ছেলে।

রবিবার (০৪ জুন) বিকালের দিকে হাটহাজারী মডেল থানা পুলিশ গণমাধ্যমের কাছে আটকের ঘটনার সত্যতা স্বীকার করেন। এর আগে গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লালিয়ারহাট এলাকা থেকে অভিযুক্ত খোকনকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, উপজেলার চিকনদন্ডী ইউনিয়নস্থ ৫ নম্বর ওয়ার্ডের যুবলীগ সভাপতি ইউছুপ হোসেন বুলু গত ৩০ মে রাতে মোটরসাইকেল নিয়ে বাসায় ফেরার পথে রাজখানপাড়া মসজিদের সামনে রাস্তায় খোকন ও তার ৭/৮ জন সহযোগী গতিরোধ করে বুলুকে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে হত্যার চেষ্টা চালায়। পরে তাকে লাঠি ও লোহার রড দিয়ে মারধরও করে তারা। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আহত অবস্থায় বুলুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। খোকনের কয়েকজন সহযোগী ফোনে বুলুকে জুতার মালা পরানো ও মারধর করার ভিডিও ধারণ করে। যা পরবর্তীতে খোকন এবং তার সহযোগীরা তাদের ফেসবুক আইডি থেকে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দিলে তা ভাইরাল হয়। এ ঘটনায় ভুক্তভোগী ইউছুপ হোসেন বুলু ১ জুন চমেক হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে ঘটনার হোতা খোকন ও তার ৮ সহযোগীকে বিবাদী করে থানায় মামলা করেন। পরে মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে একজনকে আটক করে। মামলার অন্যান্য বিবাদীরা হলেন জসিম উদ্দিন, হাসান উদ্দিন নয়ন, সাহাব উদ্দিন, নেজাম, পারভেজ, মো.শফি, আলমগীর ও মো.জাবেদ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাবেদ মিয়া জানান আটককৃতকে শনিবার কোর্ট হাজতে প্রেরন করলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

খোকন একজন দাগী অপরাধী এমনটা দাবী করে যুবলীগের নেতা ইউছুপ হোসেন বুলু বলেন, সে হাটহাজারী উপজেলার কোনো পর্যায়ে যুবলীগের রাজনীতির সাথেও জড়িত নয়। সে স্থানীয় যুবলীগের কোনো পদপদবিতেও নেই। ঘটনার দিন নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাঙ্গপাঙ্গদের নিয়ে আমার ওপর হামলা চালায় খোকন। এ সময় ৫ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতির পদ প্রত্যাহার করে নিতে সে আমাকে মারধর করে জুতার মালা পরিয়েছে।

হাটহাজারী মডেল থানার ওসি মুহাম্মদ রুহুল আমীন সবুজ ঘটনার সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে বলেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে ।