লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়ন যুবলীগের সম্মেলন ও নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে উজ্জীবিত হয়েছেন তৃণমূল নেতাকর্মীরা।
সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ। আগামী ১৫ জুলাই পুটিবিলা ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেল অনুষ্ঠিত হচ্ছে।সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকে আসন্ন কমিটিতে শীর্ষস্থান পেতে পদপ্রত্যাশী নেতারা যে যার মতো তদবির করে যাচ্ছেন।
যুবলীগের আসন্ন কমিটির সভাপতি পদে ডজনখানেক প্রার্থী থাকলেও সবাইকে ছাপিয়ে নেতৃত্বের দৌড়ে এগিয়ে আছেন আ ন ম আবদুল্লাহ বাবলু। তিনি সাবেক ছাত্রলীগ নেতা। বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুস সালামের সন্তান।
জানা যায়, আ ন ম আবদুল্লাহ বাবলু পুটিবিলার আওয়ামীলীগ পরিবারের সন্তান। রাজপথ ,পরিচ্ছন্ন ভাবমূর্তি-এই তিন কারণে তিনি সভাপতি পদে অন্য প্রার্থীদের চেয়ে এগিয়ে আছেন তিনি।
বাবলু ২০০৪ সালে পুটিবিলা উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের স্কুল কমিটির সভাপতি, পুটিবিলা ইউনিয়ন ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও এলাকায় বিভিন্ন সামাজিক সক্রিয় ভাবে জড়িত রয়েছেন।
তার পিতা বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুস সালাম উপজেলা আওয়ামী লীগের পরপর তিনবার নির্বাচিত সাবেক সহ – সভাপতি ছিলেন। বর্তমান কমিটিতে কার্যকরী কমিটির সদস্য পদে রয়েছেন।
বাবলুর আরেক ভাই সাবেক ছাত্রলীগ নেতা বর্তমান পুটিবিলা ইউনিয়ন আওয়ামিলীগ নেতা এবং বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ পুটিবিলা ইউনিয়ন শাখার সভাপতি আ স ম দিদারুল আলম।
জানতে চাইলে সভাপতি পদ প্রত্যাশী আ ন ম আবদুল্লাহ বাবলু জানান, দীর্ঘদিন ধরে যুবলীগের রাজনীতি করেছি। সংগঠনকে গতিশীল রাখতে অত্যন্ত কঠিন ও দুঃসময় পার করেছি। মানবিক কাজগুলো করে যাচ্ছি। কর্মীদের ভালোবাসা আছে আমার প্রতি। তাদের ভালোবাসা নিয়েই সভাপতি প্রার্থী হয়েছি। আশা করি নেতারা আমার অতীত কাজে ও ত্যাগের মূল্যায়ন করবেন।
তিনি বলেন, জনকল্যাণ ও মানবিক কাজ করে যুবলীগকে মানুষের কাছে নিয়ে যেতে চাই। এছাড়া আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য কাজ করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে কাজ করব। যুবলীগকে তৃণমূল পর্যায়ে সমৃদ্ধ করতে পারব বলে মনে করি।
তবে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে , আন ম আবদুল্লাহ বাবলুর বিগত দিনে ত্যাগ রয়েছে বিএনপি- জামায়াতের জ্বালাও-পোড়াও আন্দোলনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তিনি দীর্ঘদিন থেকে ত্যাগ স্বীকার করে মুজিব আদর্শ ধারণ করে রাজনীতি করে আসছেন। আশা করি দল তাকে মূল্যায়ন করবে।